সাকিবের অলরাউন্ডিং পারফর্ম্যান্সে জিতলো গায়ানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে বোলিংটা মোটামুটি হলেও ব্যাট হাতে একেবারেই অচেনা ছিলেন সাকিব আল হাসান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে নিজের চেনা রূপে ফিরলেন সাকিব। জিতলো তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

রোববার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে গায়ানা। জবাবে ১৩৬ রানেই অলআউট হয় ত্রিনবাগো নাইট রাইডার্স।

ম্যাচটিতে সবটা আলো নিজের দিকেই কেড়ে নিয়েছেন সাকিব। প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।

সাকিব দলের সাথে যোগ দেয়ার পর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো গায়ানা। নয় ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।

গায়ানার পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। চার নম্বরে নামা সাকিব চারটি চার ও এক ছয়ের মারে করেন ৩৫ রান। পরে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরিয়ে দেন টিম সেইফার্টকে।

প্রথম স্পেলে দুই ওভারে ৮ রানে নেন ঐ এক উইকেট। দ্বিতীয় স্পেলে আক্রমণে আসেন ইনিংসের ১৭তম ওভারে। সেই ওভারে তিনি আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের উইকেট তুলে নেন। সরাসরি থ্রো’তে নিকোলাস পুরানকে রানআউট করেন সাকিব।

এছাড়া বল হাতে দুইটি করে উইকেট নেন ইমরান তাহির ও জুনিয়র সিনক্লেয়ার। গুদাকেশ মোতি ও ওডিন স্মিথের শিকার একটি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »