স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অব্যবস্থাপনায় মনঃক্ষুণ্ন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান গতকিছুদিন আগে বলেন, তাকে দায়িত্ব দেওয়া হলে দুই মাসেই সবকিছু ঠিক করে এই টূর্ণামেন্টকে বিশ্বনন্দিত করে তুলবেন। সাকিবের এই মন্তব্যের প্রতিউত্তরে বিপিএল গভর্নিং কাউন্সিল আগামী বিপিএলে সাকিবকে সিইও হবার আমন্ত্রণ জানান।
আজ ( শুক্রবার) থেকে শুরু হয়েছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। তবে বিপিএলের ব্যবস্থাপনায় খুব একটা খুশি হতে পারছেন না ক্রিকেট সংশ্লিষ্ট কেউই। এবারের বিপিএলে নেই পূর্ণাঙ্গ ডিআরএস প্রযুক্তি। তাছাড়া একই মাঠে অনেকগুলো ম্যাচ, একই উইকেটে বারবার খেলা হওয়ার কারণে উইকেটের মান ঠিক থাকছেনা। এসব নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন সাকিব আল হাসান।
এদিকে আজ এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ বলেন, ‘সাকিব দায়িত্ব নিতে চাইলে তাকে আমরা স্বাগতম জানাই। ও যদি চায় সামনের বছর থেকে এসে সিইও’র দায়িত্ব পালন করুক।’
এর আগে বিপিএল মানদণ্ড এবং অব্যবস্থাপনা ক্ষোভ ঝেড়েছেন এবারের বিপিএলে কোচের দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এবং এই আসরে অংশগ্রহণকারী সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।