নিউজ ডেস্ক »
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে শাহরুখের দল শিরোপার স্বাদ পায় ২০১২ সালে। সেদিন বিসলার ঝড়ো ইনিংসের সাথে ছোট ইনিংস হলেও দলের জয়ে দারুণ ভুমিকা রেখেছিল সাকিব-মনোজের দুটি ইনিংস। তবে সেই প্রথম শিরোপার ৮ বর্ষপূর্তিতে সাকিব-মনোজকে ভুলেই গেলেন কেকেআর! বিষয়টি ভালোভাবে নেননি মনোজ তিওয়ারি। পাল্টা টুইটে ক্ষোভ ঝেড়েছেন এই ক্রিকেটার।
২০১২ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের দেয়া ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় কোলকাতা নাইট রাইডার্স। মনভিন্দার বিসলার ৪৮ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসে সহজেই পেরিয়ে যায় কেকেআর। তবে শেষ ওভারে এসে দুটি চার মেরে ম্যাচ জিতিয়ে নেন মনোজ তেওয়ারি। সাকিব আল হাসানও সেবার ৭ বলে ১১ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত মাঠ ছাড়েন সাকিব-মনোজ। তবে গতকাল সেই ৮ বছর পূর্তি পোস্টে তাদের দুজনকেই বেমালুম ভুলে গেলো কেকেআর। পোস্টে তাদের দুজনের নাম না দেখে বেশ অপমানিত বোধ করছেন মনোজ তেওয়ারি।
কেকেআর তাদের শিরোপার ৮ বর্ষপূর্তি উপলক্ষে অফিসিয়াল টুইটারে একটি পোস্টে লেখেন,’ সমর্থকদের হৃদয়ের খুব কাছাকাছি। প্রথমবার আইপিএলের শিরোপা জয়ে রয়েছে অনেক আবেগ। তোমার কি স্মৃতি রয়েছে সেই জয়কে ঘিরে?’
এসময় গৌতম গম্ভীর, সুনীল নারইন, বিসলা, ম্যাককালাম, ব্রেট লি সবাইকে উল্লেখ করলেও সেদিনের দুই অপরাজিত সাকিব আল হাসান কিংবা মনোজ তেওয়ারি কাউকেই উল্লেখ করেনি কেকেআর। এতেই পাল্টা টুইট করেন মনোজ। মনোজ লেখেন,’হ্যাঁ, অন্যদের মত এখানে আমারও অনেক স্মৃতি আর আবেগ রয়েছে। সেটা আজীবন থাকবে। তবে এই টুইটে আমাকে এবং সাকিব আল হাসানকে ট্যাগ করতে ভুলে যাওয়ায় রীতিমত অসম্মানিত বোধ করছি।’
পরে অবশ্য ভুল শুধরে নিয়ে সাকিব-মনোজসহ আরও বেশ কিছু ক্রিকেটারের নাম উল্লেখ করেন কেকেআর।
বাংলাদেশ সময়ঃ ১২:১৫ পিএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ