নিউজ ডেস্ক »
সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নাম। প্রায় এক বছরের নিষেধাজ্ঞায় আছেন ক্রিকেটের বাহিরে।অবশ্য করোনার কারণে বিশ্ব ক্রিকেট ই এখন স্থবির হয়ে আছে। তবে সাকিবের প্রশংসা করতে ভুললেন না তামিম। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো নিজের সেরা ছন্দে ফিরবেন এমনটাই মনে করেন বর্তমান ওয়ানডে অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়া সাকিবকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন তামিম।
বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের যিনি নিজের বোলিং জাদুতে ভুগিয়েছেন, বিশ্বের নামি-দামি ক্রিকেট লীগ গুলোইএ যিনি মাতিয়ে রাখেন,পুরো বিশ্ব দরবারে যিনি বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত তিনিই সাকিব আল হাসান।বিশ্বের বড় বড় খেলোয়াড়েরা তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন। অনেক খেলোয়াড়ই সাকিবকে তার আইডল হিসেবে মানেন শুধু তাই নয় সাকিবের সাথে খেলতে পারাটাও অনেকে ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন।
নিজের অলরাউন্ড পারফরম্যান্স দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। এবার তারই সতীর্থ তামিম তার প্রশংসায় পঞ্চমুখ। শুধু তামিম ই নন মাশরাফি, মুশফিক, রিয়াদ কিংবা দেশের যেকোনো খেলোয়াড়ই সাকিব প্রসঙ্গে প্রশংসাই করেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে ফিরে দলকে আবার নিজের অনবদ্য পারফরম্যান্স জয় এনে দিবেন সেটাই প্রত্যাশা তামিম ইকবাল সহ বাংলাদেশের গোটা ক্রিকেট সমর্থকদের।
বাংলাদেশ সময়ঃ ১:৩৫ পিএম
নিউজক্রিকেট/এইচএএম