নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্ব ক্রিকেট বন্ধ ছিলো প্রায় ১১৭ দিন। গত ৮’ই জুলাই ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে আবারও শুরু হয় ২২ গজের লড়াই। প্রথম টেস্টে ৪ উইকেটের জয় নিয়ে সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে গত ৮’ই জুলাই খেলা মাঠে গড়ালেও বৃষ্টির বাধায় মাত্র ১৭.৪ ওভারের খেলা হয়েছিলো। তবে দ্বিতীয় দিন থেকে আবহাওয়া ভালো থাকায় খেলা চলে পুরোদমে। প্রথম দিনে ৩৫ রানে ১ উইকেটে দিন শেষ করা ইংলিশদের দ্বিতীয় দিন ক্যারিবিয়ান অধিনায়ক একাই ধ্বসিয়ে দেয়। ৬ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন হোল্ডার। সাথে যোগ্য সহোযোগিতা করেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল প্রথম। দিনের ১ উইকেট সহ মোট ৪ উইকেট শিকার করেন তিনি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেন স্টোকস এবং জেমস আন্ডারসনের বোলিংয়ে খুব বড় লিড নিতে পারেনি সফরকারীরা। মাত্র ৩১৮ রানেই গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিছুটা সতর্কতার সাথেই ব্যাটিং শুরু করে ইংলিশ ওপেনার ররি বার্নস এবং ডমিনিক শিবলি।
ডমিনিক শিবলি এবং জ্যাক ক্রলির অর্ধশতকের উপর ভর করে বেশ ভালোভাবেই এগোচ্ছিলো ইংলিশরা। মাত্র ৪ উইকেট হারিয়েই ২৫০ রান পেরিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে শেষের দিকে আলজাররি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে স্কোরবোর্ড ২৫২ রানে ৪ উইকেট থেকে ২৭৯ রানে ৮ উটকেটে পৌঁছে যায়। ২৮৪ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেন স্বাগতিকরা।
শেষ দিনে ব্যাটিংয়ে নেমে ২৯ রান যোগ করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। মাত্র ২০০ রাসের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে পেসার জোফরা আর্চারের বলে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পরে ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ উইকেট জুটিতে ৭৩ রানের জুটিতে চাপমুক্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়ানদের উপর কোন চাপ তৈরি করতে পারেননি স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান দ্বীপের দেশের ক্রিকেটাররা।
প্রথম টেস্টে ৪ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্ট / পঞ্চম দিন
ইংল্যান্ডঃ ২০৪/১০(৬৭.৩) (১ম ইনিংস)
বেন স্টোকস ৪৩(৯৭), জস বাটলার ৩৫(৪৭).
শ্যানন গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪
জেসন হোল্ডার ২০-৬-৪২-৬
ওয়েস্ট ইন্ডিজঃ ৩১৮-১০ (১০২) (প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ৬৫, ডারউইচ ৬১
বেন স্টোকস ১৪-৫-৪৯-৪, জেমস আন্ডারসনকে ২৫-১১-৬২-৩
ইংল্যান্ডঃ ৩১৩/১০(১১১.২) (দ্বিতীয় ইনিংস)
জ্যাক ক্রলি ৭৬(১২৭), ডমিনিক শিবলি ৫০(১৬৪)
শ্যানন গ্যাব্রিয়েল ২১.২-৪-৭৫-৫ আলজাররি জোসেফ ১৮-২-৪৫-২.
ওয়েস্ট ইন্ডিজঃ ২০০/৬ (৬৪.২) (দ্বিতীয় ইনিংস)
ব্ল্যাকউড ৯৫ (১৫৪) , রুস্তন চেইজ ৩৭ (৮৮)
জোফরা আর্চার ১৭-৩-৪৫-৩, বেন স্টোকস ১০.২-১-৩৯-২
ফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচঃ শ্যানন গ্যাব্রিয়েল।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ