নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের মহামারীতে বেশ কিছুদিন বন্ধ ছিলো ক্রিকেট। তবে গত ৮ তারিখ থেকে আবারও মাঠে গড়িয়েছে বল। টেস্ট শুরুর প্রথম দিন বৃষ্টির বাধায় খেলা গড়িয়েছিলো মাত্র ১৭.৪ ওভার। তবে দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টি না আসায় স্বস্তি ফিরেছে। এদিকে ইংল্যান্ডের মাটিতেই টেস্টে এখনও পর্যন্ত চলছে ক্যারিবিয়ান দাপট। প্রথম ইনিংসে ইংলিশদের ২০৪ রানে গুটিয়ে ব্যাটিংয়ে মেনে ১১৪ রানের এগিয়ে সফরকারীরা।
এর আগে প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ৩৫ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে মাত্র ২০৪ রানেই গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস। জেসন হোল্ডার নেন ৬ উইকেট।
জবাবে ব্যাটিং করতে নেমে ছোট ছোট জুটি গড়ে ভালো সংগ্রহ দাড় করায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রাথওয়েটের হাফসেঞ্চুরি (৬৫) এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান ডারউইচের ৬১ রানের উপর ভর করে ৩১৪ রানের লিড পায় ক্যারিবিয়ানরা। এছাড়াও রুম্তন চেজ ৪৭ এবং সামার্থ ব্রুকস আউট হন ব্যাক্তিগত ৩৯ রানে। ব্যাটিংয়ের মত এবার বোলিংয়েও আলো ছড়িয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন তিনি।
১১৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানেই খেলছেন ইংল্যান্ডের ওপেনাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে, ১০ ওভারে রান করেছেন কোন উইকেট না হারিয়ে মাত্র ১৫ রান। ররি বার্নস ১৫ এবং শিবলি ৫ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্ট / তৃতীয় দিন
ইংল্যান্ডঃ ২০৪/১০(৬৭.৩) (১ম ইনিংস)
বেন স্টোকস ৪৩(৯৭), জস বাটলার ৩৫(৪৭).
শ্যানন গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪
জেসন হোল্ডার ২০-৬-৪২-৬
ওয়েস্ট ইন্ডিজঃ ৩১৮-১০ (১০২) (প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ৬৫, ডারউইচ ৬১
বেন স্টোকস ১৪-৫-৪৯-৪, জেমস আন্ডারসনকে ২৫-১১-৬২-৩
ইংল্যান্ডঃ ১৫/০(১০)
ররি বার্নস ১০(২৬)*, শিবলি ৫(৩৪)*
কেমার রোচ ৫-৩-৬-০
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ