সহজ লক্ষ্যমাত্রার পরও কিউইউদের কাছে বাংলার মেয়েদের হার!

মারুফ ইসলাম ইফতি »

চলতি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।টুর্নামেন্টে আজ নিজেদের তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের মেয়েদের কাছে ১৭ রানের ব্যবধানে হেরেছে সালমাবাহিনী।আজকের ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হারের স্বাদ পেলো বাংলার মেয়েরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভোরে নিউজিল্যান্ডের মুখামুখি হয়েছিল বাংলার মেয়েরা।টসে জিতে আগে ব্যাট করতে নামা কিউইউ মেয়েদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত শুরু করে বাংলার মেয়েরা।রিতু মনি,সালমা খাতুন ও রুমানা আহম্মেদের বোলিং তোপে দিশেহারা কিউইউ মেয়েরা ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রানের সংগ্রহ দাঁড় করতে সক্ষম হয়।জয়ের জন্য ১২০ বল থেকে ৯২ রানের লক্ষ্যমাত্রা খুব কঠিন কিছু নয়।তাই এই ম্যাচে বাঘিনীদের থেকে সহজ একটি জয় প্রত্যাশিত ছিল।দুর্ভাগ্যের বিষয় এই যে মাত্র ৯২ রানের মামুলী এই লক্ষ্য মাত্রা টপকাতে ব্যর্থ হয়েছে বাংলার মেয়েরা।৯২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় ১৯.৫ ওভারে ৭৪ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ।ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে দলের পক্ষে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা, এছাড়া মুর্শিদা খাতুন ১১ ও রিতু মনির ব্যাট থেকে আসে ১০ রান।এই তিন ব্যাটসম্যান ব্যাতীত আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর গড়তে পারেনি।ব্যাটসম্যানদের ব্যর্থতার ষোলকলা পূর্ন করার সুবাদে ৯২ রানের সহজ লক্ষ্যমাত্রা পেয়েও ১৭ রানের লজ্জার হার নিয়ে টানা তিন হারের স্বাদ পেলো বাংলার মেয়েরা।

টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলার মেয়েদের।গ্রুপ পর্বের বাকী এক ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২ মার্চ।বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলার মেয়েরা টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলে এরপর দেশে ফিরে আসবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »