নিউজ ডেস্ক »
ঘরোয়া ক্রিকেটের সব চেয়ে প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের প্রায় বেশিরভাগ ক্রিকেটারদের আয়ের উৎস এই ঢাকা লিগ। কিন্তু গত মার্চ মাসে করোনাভাইরাসের কারণে লিগ চলাকালীন অবস্থায় এটি বন্ধ করে দিতে হয়। এখন এই লিগ পুনোরায় শুরুর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেয়ে আছে বাংলাদেশ সরকারের দিকে।
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে সংস্থা একটি দিক নির্দেশনা প্রকাশ করেছিলো যেখানে উল্লেখ করা ছিলো মাঠে ক্রিকেট ফিরলে কি কি করা যাবে আর কি কি করা যাবেনা। ঢাকা লিগ বন্ধের ২ মাস পেরিয়ে গেলেও সিসিডিএম ডিপিএল নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ঈদের আগে কিছু খেলোয়াড় দাবি তুলেছিলো ঈদের পরেই যেনো এই লিগ শুরু করা হয়। কারণ বেশিরভাগ খেলোয়াড়দের আর রজগার হয় এই লিগ থেকেই। তবে এই সিদ্ধান্ত সরকারের উপর ছেড়ে দিয়েছে সিসিডিএম।
দেশের সরকারি বেসরকারি অফিস খুলে দিলেও সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ আছে এখনো। সুতারাং সরকার নির্দেশনা না দেয়া অব্দি চালু হচ্ছেনা ক্রিকেট। এই ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব আলি বলেন, ‘সরকার সরকারি আর বেসরকারি সব অফিস খুলে দিলেও এখনো ক্রীড়া নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি৷’
এইদিকে সরকারি নির্দেশ অনুযায়ী কাল থেকে খুলছে বিসিবি কার্যলয়। কিন্তু সরকারের নির্দেশ ছাড়া ডিপিএল শুরু করার সম্ভব নয় বলে জানিয়েছেন সচিব আলি। তিনি বলেন, ‘সরকারের নির্দেশ ছাড়া খেলা মাঠে ফেরানোর সম্ভাবনা নেই। খেলা মাঠে ফিরতে সময় লাগবে। ডিপিএল পুনরায় চালু করার আগে ক্লাব গুলোকে ১০ দিনের অনুশীলনের সুযোগ দেয়া হবে। তাই সময় লাগবে।’
বাংলাদেশ সময়ঃ ১১:৪০ এএম
নিউজক্রিকেট/আরআর