নিউজ ডেস্ক »
বর্তমান ক্রিকেটের সময়ের সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নের জবাব দিতে কিছুটা বেগ পেতে হয় বিশ্লেষক কিংবা সাবেকদের৷ ভিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভেন স্মিথ কিংবা উইলিয়ামসন কেউ কাউকে নাহি ছাড়ে, সমানে সমান। তবে এর মধ্যে থেকে সেরার প্রশ্নে সাঙ্গাকারার সাবলীল উত্তর, ভিরাট কোহলি এবং রোহিত শর্মা।
বর্তমান ক্রিকেটে পেশি শক্তি ব্যাবহার না করেই সাবলীল ব্যাটিংয়েই সাঙ্গাকারার নজর কেড়েছেন ভারতীয় এই ব্যাটসম্যানদ্বয়। এসময় সাঙ্গাকারা বলেন,’ বর্তমান সময়ের দুই সেরা ব্যাটসম্যান রয়েছে ভারতের। ওরা একদিকে যেমন বিধ্বংসী ব্যাটিং করতে পারে তেমনই ধ্রূপদী ক্রিকেটেও দক্ষ। পেশি শক্তির প্রয়োগ বা নিজের সবটা ঢেলে দিতে হবে শট খেলার সময়ে, এমন নয়। ভিরাট আর রোহিত ক্রিকেটীয় শট খেলে আর তাতেই সফলতা পাচ্ছে ওরা।’
এছাড়া স্মিথ কিংবা উইলিয়ামসন যেকোনো নির্দিষ্ট ফরম্যাটে সেরা তবে সব ফরম্যাটেই ধারাবাহিক ভাবে ভালো খেলাটা মোটেও সহজ নয়। তবে সেটাই করে থাকেন ভারতীয় এই দুই ব্যাটসম্যান। দলের পরিস্থিতি অনু্যায়ী ঝড়ো কিংবা ধীরে যেকোনো খেলায় অভ্যস্ত এই ক্রিকেটারদ্বয়। সাঙ্গাকারা বলেন,’ ভিরাট আর রোহিতের মধ্যে আলাদা একটা জিসিস রয়েছে। ক্রিকেটের নিয়ম এখন অনেক বদলেছে। ওয়ানডে-তে রান করাও হয়ে উঠেছে অনেক সহজ। কিন্তু দুটো ফরম্যাটেই ধারাবাহিক ভাবে রান করে যাওয়া সহজ ব্যাপার নয়। ভিরাট আর রোহিত অনেক খেললেও রান করায় যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তার জন্য ওদের দু’জনকে শ্রদ্ধা করা উচিত।’
উল্লেখ্য, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা ৭০ টি এবং রোহিত শর্মার সেঞ্চুরি সংখ্যা ৩৯ টি। এছাড়াও ওডিআই ক্রিকেটের রেকর্ড সংখ্যক ৩ টি ডাবল সেঞ্চুরি আছে রোহিত শর্মার।
বাংলাদেশ সময়ঃ ৪:১৫ পিএম
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ