নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে সবার শেষে দল ঘোষণা করলেও বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে গতকাল ৭ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের।
টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করেছিল বাংলাদেশ। পরে টানা ৫ হারে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছিল। আজকের ম্যাচসহ বাকি ২ তাই নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ভাগ্য নির্ভর করছে বাংলাদেশের।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় ৮ এর মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে খেলতে নেমে আজ ব্যাটিং ইনিংসেই যেন হার নিশ্চিত হয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে যে টেনেটুনে মাত্র ২০৪ রান করতে পেরেছে।
বাংলাদেশের দেওয়া ২০৫ রানের মামুলি লক্ষ্যমাত্রা ৭ উইকেট হাতে রেখে টপকে যায় পাকিস্তান।যার ফলে, এখানেই চলতি আসর থেকে বিদায় ঘন্টা বেজে যায় বাংলাদেশের।