নিউজ ডেস্ক »
ক্রিকেট ম্যাচে স্লেজিং খুবই এক সাধারণ ঘটনা। বলা যায় স্লেজিং খেলারই একটি অংশ। বিপক্ষ দলের ক্রিকেটারদের ওপর চাপ সৃষ্টি করতেই মূলত করা হয় স্লেজিং। তবে খেলার মাঠে কোন দল সবচেয়ে বেশি এই কাজটি করে আর কোন দল সবচেয়ে বেশী পারদর্শী? এমন প্রশ্ন শুনলেই অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের চেহারা ভেসে উঠে। কিন্তু এখন আর সেই দিন নেই। ধীরে ধীরে স্লেজিংয়ের জায়গাটা দখল করে নিয়েছে এশিয়ার পরাশক্তি ভারত। আর এর প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে।
২২ গজে স্লেজার হিসেবে ভারতীয় ক্রিকেটারদের জুড়ি অনেক। সিনিয়র কিংবা জুনিয়র এই দুই লেভেলের ক্রিকেটাররা খেলার পাশাপাশি বেশ পারদর্শী বিপক্ষে দলের খেলোয়াড়দের স্লেজিং করতে। দিন কয়েক আগেই বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার একমত পোষণ করেছিলেন ভারতের বিরাট কোহলির স্লেজিংয়ের প্রসঙ্গে। বলেছিলেন দল হিসেবে স্লেজিংয়ের কাজটা ভারত বেশি করে এবং দলের ভেতরে বিরাট কোহলি।
এবার সিনিয়রদের মত একই কথা শুনালেন বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। সম্প্রতি “লকডাউন ক্রিকলোজি” নামক একটি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে রাকিবুল জানালেন ভারতীয়রাই সবচেয়ে বেশি স্লেজিং করে।
এ ব্যাপারে রাকিবুল বলেন, ‘আমি ১৯ লেভেলে যতগুলো দলের বিপক্ষে খেলেছি এদের মধ্যে সবচেয়ে বেশি স্লেজিং করতে দেখেছি ভারতকে। আর ভারতের সবাই স্লেজিং করে। বিশেষ করে সুশান্ত, ধ্রুভ চান্দ, জয়স্বয়াল তারপর ভার্মা ওরা সবচেয়ে বেশি স্লেজিং করে। ইনিংসের প্রথম বল থেকেই ওরা স্লেজিং করা শুরু করে। ওরা মারাত্মক লেভেলের স্লেজিং করে।’
রাকিবুল আরো জানান অনেক সময় স্লেজিং করতে গিয়ে বাজে ভাষায় গালিগালাজও করেন ভারতীয় ক্রিকেটাররা।
বাংলাদেশ সময় : ১:১০ পিএম
নিউজক্রিকেট/ডিডিজি