সাজিদা জেসমিন »
সামনে জনপ্রিয় ঘরোয়া লিগ বিপিএলের নতুন আসর শুরু হতে যাচ্ছে। আর এখন থেকেই দল গুছানোর কাজ শুরু করেছে ক্লাবগুলো। এবারের আসরে দল বদল উন্মুক্ত। তাই ৩মার্চ থেকে শুরু করার কথা থাকলেও এ-র আগেই খেলোয়াড়দের দলে নেওয়া শুরু করেছে ক্লাবগুলো।
বিশাল অঙ্কের পারিশ্রমিকে দল পেয়েছেন সময়ের সেরা ফর্মে থাকা মুশফিকুর রহিম। এবারের আসরের সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকের৷ ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড। প্রতিবার বেশ খরচা করেই দলে খেলোয়াড় ভিড়ায় ক্লাবটি। এবারো ব্যাতিক্রম হয়নি।
৬০লাখ টাকা ব্যয় করে দলটি দলে ভিড়িয়েছে সাময়িক সময়ে ফর্মে থাকা মুশফিকুর রহিমকে। সাম্প্রতিক সময়ে মুশফিকের দুর্দান্ত ফর্মের কারণেই তাকে দলে টেনেছে ক্লাবটি। মুশফিক ছাড়াও ক্লাবটি দলে ভিড়িয়েছে লিটন,আফিফ,তাইজুল ও আরাফাত সানিকে। পূর্বের লিস্ট থেকে রয়েছেন সৈকত, শান্ত এবং পেসার মেহেদি।
মুশফিকের মতো বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন তামিম ইকবাল ও। চড়া দামে তামিমকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। মুশফিকের অনুরূপ পারিশ্রমিক না হলেও তামিমকে তারা নিয়েছে ৫০ লাখ টাকা খরচায়। আগের আসর থেকে রয়েছেন বিজয়, নাঈম হাসান এবং অলক কাপালি। এছাড়াও দলে রয়েছেন মুস্তাফিজ, মিঠুন, রনি তালুকদার,নাহিদুল ও রুবেল।