সবকিছু একটু কঠিন লাগছে মিথুনের 

নিউজ ডেস্ক »

প্রায় ৪ মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  অনুশীলনে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। তাও আবার দলগত অনুশীলন নয়। ক্রিকেটাররা অনুশীলন করছেন আলাদা আলাদা ভাবে। দীর্ঘদিন পরে বিসিবির তত্ত্বাবধানে মাঠের অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা।ঢাকায় অবস্থানরত চার ক্রিকেটারের ৩ জন অনুশীলন করেছেন আজ। মিরপুরে অনুশীলন শেষে  জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন জানান, এতো দিন পরে মাঠে নেমে সবকিছু একটু কঠিন মনে হচ্ছে।

বিসিবির অনুমতি পাওয়ার পরে আজ  সকাল ৯টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন। এছাড়া শফিউল ইসলাম অনুশীলন শুরু করেন সকাল সোয়া ১১টা থেকে।ঢাকায় থাকা ইমরুল কায়েস অনুশীলন শুরু করবেন আগামী কাল থেকে।

একাডেমি মাঠে সকালে প্রায় ৩০ মিনিট রানিং সেশন পার করেন মুশফিকুর রহিম।তারপর ইনডোরে ৪০-৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন সেরে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। মোহাম্মদ মিঠুন শুরুতে ৪০ মিনিট ব্যাটিং অনুশীলন করে নিজেকে ঝালাই করে নেন। ব্যাটিং শেষে জাতীয় একাডেমি মাঠে রানিং সেশন করেন তিনি। ১১টার দিকে রানিং সেশন শুরু করেন শফিউল ইসলাম।ঢাকায় বসবাসরত চার ক্রিকেটারের মধ্যে আজ ছিল তিন ক্রিকেটারের অনুশীলন। সোমবার থেকে অনুশীলন করবেন ইমরুল কায়েস। এদিকে লম্বা বিরতির পর অনুশীলনে ফিরে সবকিছুই একটু কঠিন মনে হয়েছে মিথুনের।

সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হয়ে যাবে বলে আশাবাদী এই ব্যাটসম্যান। বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় মিঠুন বলেন, ‘আমরা দীর্ঘ ৪ মাস পর আজ মাঠে ফিরেছি। ব্যাটিং-রানিং সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতোদিন সব ইন্ডোরে করেছি, এখন বাইরে। একটু সময় লাগবে। আশা করছি যতদিন যাবে সব কিছুই আগের মতো ফিরে পাব।’

শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররাও বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন । ক্রিকেটার দের অনুশীলনের জন্য ঢাকার বাইরের তিনটি স্টেডিয়াম ও খুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, এবং সিলেট আন্তরজাতিক স্টেডিয়ামে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।

চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান। সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ এবং খুলনায় মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এর ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে আজ ।আইসিসির গাইড লাইন মেনেই চলছে এই অনুশীলন।প্রথম ধাপে মোট ৯ জন ক্রিকেটার অংশ নিবে অনুশীলনে।প্রথম ধাপের অনুশীলন শেষ হবে ২৬ জুলাই।

নিউজক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »