নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসানের পর এবার বিশ্বকাপ চলাকালীন ছুটিতে দেশে ফিরলেন লিটন দাস।ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বিকেলে ঢাকায় পা রাখেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে বাংলাদেশের ট্যুর অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম।রাবিদ জানান, পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন।
জানা গেছে, লিটনের স্ত্রী সন্তানসম্ভবা। আর তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবি থেকে ২ দিনের ছুটি নিয়ে দেশে এসেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৬ তারিখের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলনে নামবে ৩ই নভেম্বর।জানা গেছে সেদিনই অনুশীলনে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে লিটনের।