সতীর্থ থেকে শুরু করে ভক্ত, সবার প্রার্থনা মাশরাফির জন্য

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের অনেক ক্রিকেটার। হিসাব করলে তাদের সংখ্যা নেহাতই কম নয়। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম তারকা ক্রিকেটার হলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের করোনা আক্রান্তের খবর প্রকাশ পাবার পর থেকেই দেশ-বিদেশ থেকে বন্ধু-সতীর্থ, ভক্ত সবার শুভকামনাই পেয়েছেন ওয়ানডে ক্রিকেটের সাবেক দ্রুততম সেঞ্চুরিয়ান।

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও তারকা ক্রিকেটারদের একজন। আজ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে মাশরাফির। নড়াইল এক্সপ্রেস এখন কোভিড-১৯ পজিটিভ। করোনাকালের শুরু থেকেই মাশরাফি মানুষের সেবায় কাজ করে যাচ্ছিলেন। নিজের এলাকায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সময়-অসময়ে মানুষের মাথার উপর ছায়ার মতো ছিলেন। তাই তার এই খারাপ সময়ে পাশে পেয়েছেন পরিবার, সতীর্থ, ভক্ত সবাইকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম মাশরাফিকে সম্বোধন করেছেন ‘চ্যাম্পিয়ন’ হিসেবে। মুশফিকের আশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। তিনি লেখেন ‘আপনি সবসময়ই চ্যাম্পিয়ন, এবং ইনশাআল্লাহ্‌ আপনি সব খারাপ সময় কাটিয়ে উঠবেন। শতকোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। দেশের আপনাকে প্রয়োজন।‘

এছাড়া রুবেল, নাঈম, মুমিনুলদের চাওয়া দ্রুতই সুস্থ হয়ে উঠুক নড়াইল এক্সপ্রেস। টুইটারে মাশরাফির সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের সমর্থকরা। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজাও টুইটে লিখেছেন মাশরাফীর জন্য ভালোবাসার সুর। ‘দ্রুত কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের জন্য অনেক দোয়া এবং শুভকামনা মাশরাফী।‘

এছাড়া ভারতীয় বেশ কিছু গণমাধ্যমেও ঘটা করে প্রচার করেছে মাশরাফীর করোনায় আক্রান্তের খবর। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার ও মাশরাফীর দ্রুত সুস্থতা কামনা করেছে।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »