নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের রেস্টুরেন্ট “সাকিব’স ৭৫” এর ফেসবুক পেজ থেকে আগামী ২৭ জুলাই লাইভে আসছেন সাকিব আল হাসান সহ জাতীয় দলের ৪ ক্রিকেটার।
বাকি এই চার ক্রিকেটার হলেন ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। তাদের সবাইকে একসাথে দেখা যাবে এই লাইভে।
২৭ জুলাই রাত ৮টা থেকে ‘সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট” ফেসবুক পেজে এই লাইভটি দেখা যাবে। শুরুতে সাকিব একা আসার কথা থাকলেও একে একে ইমরুল,মিরাজ, সাব্বির, তাসকিনদের যোগ করা হয়।
এই লাইভে আরও থাকবে এই রেস্টুরেন্টের অন্য সহযোগী ও ম্যানেজিং ডিরেক্টর নাজমুল সাদায়েত তোহেল ও ইসরাত জাহান খান জেসি।
নিউজক্রিকেট/আরআর