fbpx

সড়ক দুর্ঘটনার শিকার শোয়েব মালিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

গতকাল ১০ জানুয়ারি মারাত্নক এক দুর্ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। পিএসএলের ড্রাফট শেষে বাড়ি ফেরার পথে নিজ গাড়িতে এই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট ছিল রবিবার। ড্রাফট শেষ করে নিজ গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন শোয়েব। পথেই মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় শোয়েব মালিকের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ড্রাফট শেষ করে বাড়ি ফেরার পথে লাহোরে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তার স্পোর্টস কারের। ট্রাকটি ছিলো স্থির অবস্থায়, তবে মালিকের গাড়ির টেকনিক্যাল প্রবলেম এর কারণে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের সামনে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয় শোয়েবের গাড়ি।এতে দুমড়ে মুচড়ে যায় তার গাড়ির সামনের অংশ।

তাতে ট্রাকের তেমন ক্ষতি না হলেও মালিকের গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিক দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন তার স্পোর্টস কার। ট্রাকের সামনে পড়ে গেলেও গতি আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলাফল এই ভয়াবহ দুর্ঘটনা। কাকতালীয়ভাবে সামনের অংশ ভেঙে গেলেও কারের ড্রাইভিং সিটের দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই কোনো আঘাত লাগেনি মালিকের।

মালিকের সাথে গাড়িতে ওয়াহাব রিয়াজও ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে অক্ষত আছেন ওয়াহাবও, সুস্থভাবেই বের হতে পেরেছেন গাড়ি থেকে। শোয়েব মালিক অবশ্য এখনো দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেননি। তবে তিনিও সুস্থ আছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »