শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবছেনা বিসিবি!

নিউজ ডেস্ক »

আগামী জুনের শেষ দিকে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সিরিজে আছে টেষ্ট চ্যাম্পিয়নশিপের ৩টি ম্যাচ। করোনার কারণে এই সিরিজ এখনো অনিশ্চিত। কিছুদিন আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান বলেছিলেন করোনা পরিস্থিতি শ্রীলঙ্কায় উন্নতির দিকে তাই তারা প্রস্তুত বাংলাদেশ সিরিজ আয়োজনে৷ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন কোনো সিরিজ নিয়ে ভাবছেনা।

দেশের জনপ্রিয় দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে বোর্ড ডিরেক্টর আকরাম খান বলেন, ‘আমরা এই মুহুর্তে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে একটুও ভাবছিনা। আমাদের করোনা পরিস্থিতি এখন ভালোনা। এ সফরটি এক রকম অসম্ভব বলা যায়। ‘

কি কারণে এই সিরিজ অসম্ভব তার কারণও বলেছেন আকরাম খান। তিনি বলেন আরো বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ২ মাস ধরে ক্রিকেটের বাইরে। করোনা পরিস্থিতিও খারাপের দিকে আমাদের দেশের। খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারছেনা। খেলা মাঠে কখন ফিরবে তা কেউ জানেনা। একটা টেষ্ট সিরিজ খেলতে আমাদের যে প্রস্তুতি দরকার সেটা হচ্ছেনা। এ কারনেই বলছি এই সিরিজ প্রায় অসম্ভব।’

এইদিকে লঙ্কান বোর্ড বিসিবির সিদ্ধান্তের দিকে চেয়ে আছে৷ বিসিবি যেহুতু এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি তাই তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তারা অপেক্ষা করছে বিসিবির সিদ্ধান্তের জন্য। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। শ্রীলঙ্কা আশাবাদী হলেও আশাবাদী নন আকরাম খান।

‘আমরা ক্রিকেট নিয়ে ভাবতে পারছিনা এখন। আগে পরিস্থিতির উন্নতি হোক। তারপর ভাবা যাবে’ – সাথে যোগ করেন আকরাম।

সূত্রঃ দৈনিক মানবজমিন

বাংলাদেশ সময়ঃ ১১:২০ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »