শ্রীলঙ্কা সফরের সাথে বিসিবির ভাবনায় আয়ারল্যান্ড সিরিজও!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে এইবছরের টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য যে উইন্ডোটা ছিলো সে উইন্ডোতে আইসিসি সব দেশকে দ্বিপাক্ষিক সিরিজ ও ঘরোয়া লিগ খেলার অনুমতি দিয়েছে। সে লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বাংলাদেশের অনেক সিরিজ স্থগিত হয়ে গেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে টেষ্ট সিরিজ। বিদেশের মাঠিতে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাকিস্তান সিরিজ ইতিমধ্যে স্থগিত। এর সাথে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি স্থগিত হয়ে গেলে বাংলাদেশের এই বছর আর আন্তর্জাতিক ম্যাচ নেই।

ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব করে চাইছে অন্তত বিদেশে হলেও সিরিজ খেলতে। পরিচালক বিভাগের প্রধান আকরাম খান ইতিমধ্যে জানিয়েছেন ঈদের পর শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা করছে।

এই সিরিজের পাশাপাশি বিসিবি’র ভাবনায় আছে স্থগিত হয়ে যাওয়া আয়ারল্যান্ড সিরিজও। বিসিবির প্রধান নির্বাহী এই তথ্য দেশের শীর্ষ পত্রিকা প্রথম আলোকে নিশ্চিত করেন।

তিনি বলেন,” করোনাভাইরাসের কারণে আমাদের দেশের মাঠে সিরিজ আয়োজনের পরিবেশ নেই। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড এই দুটি সফর স্থগিত হয়েছে। আমরা এই দুটি সিরিজ নিয়ে কাজ করছি।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »