নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার। তার বদলি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে।
ম্যাথুসকে অফিশিয়ালি ভাবে দলের সাথে যুক্ত করতে বেবি মালিঙ্গা’ খ্যাত তরুণ পেসার মাথিশা পাথিরানাকে বাদ দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। এর আগে ম্যাথুসকে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনে রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছিল।
এঞ্জেলো ম্যাথুসকে শ্রীলঙ্কার দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়ে আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘কাঁধের ইনজুরিতে লঙ্কান পেসার পাথিরানা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ২২১ ওয়ানডে খেলা ম্যাথুস শ্রীলঙ্কার দলে ঢুকেছেন।’