নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং আর বোলারদের চেষ্টার পরও আর পেরে উঠলো না টাইগাররা। পাল্লেকেলেতে আগে ব্যাট করে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
১৬৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে দিমুথ করুণারত্নের (১) উইকেট তুলে নেন তাসকিন। ১৪ রান করা পাথুম নিশাঙ্কার উইকেট শরিফুল তুলে নিলে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। দলীয় ৪৩ রানে কুশল মেন্ডিস (৫) রান করে বিদায় নিলে চাপটা বাড়ে লঙ্কানদের।
চতুর্থ উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ব্যাট চাপটা সামাল দেন। এই দুই জনের দায়িত্বশীল ব্যাটিং লঙ্কানদের জয়ের পথ দেখায়। ৭৮ রানের জুটি গড়েন তারা। সামারাবিক্রমা ৫৪ রান করে দলীয় ১২১ রানে আউট হন। এরপর ধনঞ্জয়া ২ রার আউট হন। তবে অধিনায়ক দাসুন সানাকা এবং আসালাঙ্কা দলকে জিতেয়ে মাঠ ছাড়েন। ৩৯ ওভারে ৫ উইকেট ১৬৫ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কাঅ আসালাঙ্কা ৬২ রানে অপরাজিত থাকেন। টাইগার বোলার সাকিব ২টি এবং তাসকিন, শরিফুল ও শেখ মেহেদী ১টি করে উইকেট নেন।
এর আগে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তরুণ ওপনার তানজিদ হাসান তামিম। তবে অভিষেকটা রাঙ্গাতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হন তিনি।
নাঈম শেখ ১৬ রান করে আউট হন। এরপর অধিনায়ক সাকিব ৫ রান করে ফিরে গেলে ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেট নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ৪৯ রানের জুটি গড়ে ভালো সংগ্রহের ভিত গড়ে দেন। কিন্তু হৃদয় ২০ রান করে আউট হন। তবে ঠিকই ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পান।
শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিয়ে বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেনি। মুশফিকুর রহিম (১৩), মেহেদি হাসান মিরাজ (৫), শেখ মেহেদি (৬) কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি। একাপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে রান তুলতে থাকেন শান্ত। ৮৯ রান করে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হন। লঙ্কান বোলার মাথিশা পাতিরানা ৪টি, মাহিশ থিকশানা ২টি উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪