শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে এক পা নিউজিল্যান্ডের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপের ৪১তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের লাইনে এক পা দিয়ে রাখলো গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।

টসে হেরে আগে ব্যাট করে মাত্র ১৭১ রানের পূঁজি দাঁড় করেছিল শ্রীলঙ্কা।কিউইদের লক্ষ্য ছিল মাত্র ১৭২ রানের। সহজ এই লক্ষ্যমাত্রা ৫ উইকেট ও ২৬.৪ ওভার হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।

ফলে, ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ড, সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। রানরেট বেশ ভালো কিউইদের (০.৭৪৩)। ফলে পাকিস্তান (রানরেট ০.০৩৬) তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও শেষ চারে নাম লেখানো কঠিন হবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »