নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ১৫ মে থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এবারের সিরিজের আগে টাইগারদের লক্ষ্য দুই ম্যাচেই জয়লাভ করা। তবে সাম্প্রতিক ফর্ম বা দলের অবস্থা বিবেচনায় শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে নারাজ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আফ্রিকার ব্যর্থতা ভুলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে মরিয়া। যে কোন ভাবেই আসন্ন সিরিজে ভালো করতে প্রস্তুত টাইগাররা।
জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,”দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের ফলাফলের পর বলতেই হবে- এই ফরম্যাটে আমরা ব্যাকফুটে। কিন্তু আমরা সেখানে যেমন খেলেছি, তার চেয়েও ভালো দল। আমাদের পরিকল্পনা হয়ত ঠিকঠাক হয়নি, কিন্তু আমরা এর চেয়েও ভালো খেলতে পারি।”
সেই ভালো খেলা তিনি দেখতে চান লঙ্কা সিরিজে। সুজন বলেন,”তবে আমি বিশ্বাস করি, এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আমরা যথেষ্ট শক্ত হয়েই নামছি। সাকিব আছে এবার। যদিও শ্রীলঙ্কাকে ছোট মনে করার কোনো কারণ নেই। আমাদের হোম কন্ডিশনের কথা মাথায় রেখেই তারা আসছে। দারুণ একটা সিরিজ হবে আশা করি। আমরাও ভালো খেলবে এবার।”