নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এখন পর্যন্ত ৭ ম্যাচের সবকটি জিতে এখন তাদের পয়েন্ট এখন ১৪। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে তো বটেই, চলমান আসরের সেমিও নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
ভারতের বাকি দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর নেদারল্যান্ডসের বিপক্ষে। এই দুই ম্যাচে হারলেও আর সেরা চারের লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই স্বাগতিকদের। আর সেকারণেই সবার আগে সেমির ট্রেন ধরলেন রোহিত-কোহলিরা।
মুম্বাইয়ে শ্রীলংকাকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৩০২ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এমন দাপুটে পারফরম্যান্সে রোহিতের দল উঠে গেছে পয়েন্ট টেবিলে সবার ওপরে।