নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে মাত্র ১২৪ রানে আটকে রেখেছে বাংলাদেশ।
ডালাসে টসে হেরে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। শুরু থেকেই মুস্তাফিজ, তাসকিনের বোলিং তোপে পড়া লংকানদের হয়ে ওপেনার নিশাকার ব্যাটে ঝড় তোললেও নিশাকা ২৮ বলে ৪৭ রান করে ফেরার পর রিশাদের স্পিন তোপে পড়ে কোনঠাসা হয়ে যাওয়া শ্রীলংকা শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।
এক পর্যায়ে ২ উইকেকেট ৭০ রান করে ফেললেও রিশাদের পরপর দুই উইকেট শিকারের ফলে লংকানরা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। নিশাকার ২৮ বলে ৪৭ এর পর ডি সিলভা ২৬ বলে ২১, আশালংকা ২১ বলে ১৯ ও ম্যাথুজ ১৯ বলে ১৬ রান করেন।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিশাদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন ২ ও তানজিম সাকিব ১ উইকেট শিকার করেন।
ইনিংস বিরতি শেষে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ