নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচ শুরুর আগে দুই দলের শক্তিমত্তার বিচারে শ্রীলংকাই এগিয়ে ছিলো ঢের। তবে মাঠে দেখা গেলো সম্পূর্ণ ভিন্ন চিত্র। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লংকানদের স্রেফ উড়িয়ে দিলো আফগানরা। আসরের প্রথম ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লংকানদের।
মূল কাজটা সেরে রেখেছিলেন বোলাররাই। তাতে ১০৫ রানেই আটকে যায় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে ৫৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানরা।
গুরবাজ ১৮ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে হাসারাঙ্গার বলে বোল্ড হলেও। জাজাই বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। ২৮ বলে ৫ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। সঙ্গে ২ রানে ছিলেন নাজিবুল্লাহ জাদরান।
এর আগে ইনিংসের ২ বল বাকি থাকতে ১০৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। রানটা আরও কম হতে পারতো। ৭৫ রানেই যে শ্রীলঙ্কার ৯ উইকেট তুলে নিয়েছিলেন আফগান বোলাররা। শেষ উইকেটে দিলশান মধুশঙ্কাকে নিয়ে চামিকা করুনারত্নে ৩০ রানের লড়াকু এক জুটি গড়েন।
শনিবার (২৭ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতেই ফজল হক ফারুকির তোপের মুখে পড়ে শ্রীলংকা। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)।
এই ধাক্কা সামলে ওঠেন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা। ৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। মুজিব উর রহমানের বলে ১৭ বলে ১৭ রান করে গুনথালিকা আউট হলে ভাঙ্গে জুটি।
এরপর একে একে বিদায় নেন হাসারাঙ্গা (২) ও অধিনায়ক দাসুন শানাকাও (০)। শ্রীলঙ্কার বড় স্কোর গড়ার স্বপ্ন শেষ সেখানেই। ২৯ বলে ৩৮ করে ভানুকা রাজাপাকসে আউট হলে লংকানদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৭৫ রান। শেষের দিকে দলকে একাই টেনে নিয়েছেন চামিকা করুনারত্নে। তিনি করেন ৩৮ বলে করেন ৩১ রান।
আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারুকিই। মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন মোহাম্মদ নাবি আর মুজিব উর রহমান।