নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেলো কিউইরা।
ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হার দেখলো নিউজিল্যান্ড। ধরমশালায় এবারও জয় বঞ্চিত কিউইরা। শেষ ওভারে জয়ের জন্য কিউইদের প্রয়োজন ছিল ১৯ রান। কিন্ত জিমি নিশামের লড়াকু ফিফটির পরও ৫ রানে হেরে গেলো নিউজিল্যান্ড।
ধরমশালায় মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ১৭৫ রান যোগ করেন দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ১৯.১ ওভারের মাথায় ওয়ার্নারকে ফেরান গ্লেন ফিলিপস। সেঞ্চুরির আগে ওয়ার্নার থেমে গেলেও শতক তুলে নেন হেড। তবে এরপর আর বেশি এগোতে পারেননি তিনি। দুই ওপেনারকে তুলে নিয়ে কিউইদের খেলায় ফেরান গ্লেন ফিলিপস। মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে মিডল অর্ডারে অজি ব্যাটারদের থিতু হতে দেননি ফিলিপস। ৫১ বলে ৩৬ রান করে স্যান্টনারের বলে আউট হন মিচেল মার্শ। এছাড়া ১৭ বলে ১৮ রান করেন স্টিভেন স্মিথকে সাজঘরে ফেরান।
শেষ দিকে ২৪ বলে ৪১ করেন গ্লেন ম্যাক্সওয়েল। জশ ইঙ্গলিশ ও প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৮ বলে ৩৮ ও ১৪ বলে ৩৭ রান। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
শেষ দিকে ২৪ বলে ৪১ করেন গ্লেন ম্যাক্সওয়েল। জশ ইঙ্গলিশ ও প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৮ বলে ৩৮ ও ১৪ বলে ৩৭ রান। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
৩৮৯ রানের জবাবে ব্যাট করতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৮৩ রানে থেমে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় ৮৯ বলে ১১৬ রান করেন রাচিন রবীন্দ্র। মিডল অর্ডারে ৫১ বলে ৫৪ রান করেন ড্যারিল মিচেল। শেষ দিকে কিউইদের হয়ে একাই লড়েছেন জিমি নিশাম। ৩৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করেন তিনি। তবে ৪৯.৫ বলে নিশাম রান আউটে কাটা পড়লে ভেস্তে যায় কিউইদের ম্যাচ জয়ের স্বপ্ন। শেষ বলে ৫ রান প্রয়োজন হলে স্ট্রাইকে থাকা লুকি ফার্গুসন কোনো রানই নিতে পারেননি। আর তাতে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।