নিউজ ডেস্ক »
দেশে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কেরোনা ভাইরাসে আক্রান্ত হলেন সাবেক ক্রিকেটার সজিব দাস। এর আগে গত পরশু দেশে প্রথম কোন ক্রিকেটার হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার মোহাম্মদ আশিক। আশিকের পরিবার সুস্থ থাকলেও সজিবের সাথে করোনা পজিটিভ এসেছে এসেছেন সজিবের মায়েরও।
গত কিছুদিন আগে নিজ বাড়ি মাদারীপুর থেকে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি সপরিবারে বেড়াতে গিয়েছিলেন সজিব দাস৷ সেখানেই আক্রান্ত হন তিনি৷ করোনা পরিক্ষায় ফলাফল পজিটিভ আসে সজিবের এবং তার বৃদ্ধা মায়ের। তবে স্ত্রী ও সন্তানের করোনা ভাইরাস নেগেটিভ আশায় কিছুটা স্বস্তি থাকলেও পুরোপুরি দুঃশ্চিন্তা কাটছেনা সজিবের।
বর্তমানে শ্বশুরবাড়িতেই আইসোলেশনে আছেন সজিব এবং তার মা। তবে পরিবার নিয়ে কিছুটা চিন্তিত সজিব। পরিবারের বাকি সদস্যদের নিজ বাড়ি মাদারীপুরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তিনি। সজিব বলেন,’ আমি এখনো সুস্থ আছি। তবে পরিবার নিয়ে বেশি চিন্তিত। আইসোলেশনটা নিয়ে বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে।’
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, সজিব দাসের সাথে সর্বদা যোগাযোগ রাখছেন তারা৷ যেকোনো ভাবে প্রয়োজন পরলে সাহায্য করতে তৈরি কোয়াব। এমনটিই জানিয়েছেন কোয়াবেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল৷
সূত্রঃ প্রথম আলো
বাংলাদেশ সময়: ১:০০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ