নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। হাজারও বাহারি শটে ইনিংস সাজাতেন এই ক্রিকেটার। বড় বড় দলের বিপক্ষেই যেন জ্বলে উঠতো এই ছোট গড়নের ক্রিকেটারের। তবে ম্যাচ ফিক্সিং কান্ডে জড়িয়ে দলের বাইরে চলে যান মোহাম্মদ আশরাফুল। ৫ বছরের নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ফেরা হয়নি এই ক্রিকেটারের।
সাম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারও জাতীয় দলে ফেরার আশার কথা জানান তিনি৷ বয়সটা বেশী হলেও আশরাফুল অনুপ্রেরণা খোঁজেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের থেকে।
আশরাফুল মনে করেন উপমহাদেশে বয়স একটু বেশী হলেই জাতীয় দলের বাইরে রাখা হয়। তবে শোয়েব মালিক হতে পারে যথেষ্ট উদাহরণ। আশরাফুলের ভাষায়, ‘আমার কাছে মনে হয় অনেক ব্যাটসম্যানই ৩৯ কিংবা ৪০ বছর পর্যন্ত খেলেছে। আপনি শোয়েব মালিককে দেখেন, তার ১৯৯৯ সালে অভিষেক হয়েছে, এখনও ইংল্যান্ড সফরে যাচ্ছে। এই কালচারটি যদি তৈরি করতে পারি তাহলে এটাই হবে আমাদের বয়সী ক্রিকেটারদের জন্য একটি বার্তা। এর জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি।’
দলে ফিরতে হলে চাই পারফরম্যান্স সেদিকেও মনোযোগ মোহাম্মদ আশরাফুলের। দলে ফিরতে হলে কিছু অসাধারণ পারফর্ম করতে চান তিনি। আশরাফুল বলেন, ‘আমি আসলে সবসময় ঢুকতে চাই এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স করেই। আমার রেকর্ড হয়তো বলবে না যে আমি খুব বেশি গ্রেট ক্রিকেটার ছিলাম। আমার চেয়ে ভালো কেউ ছিল না বলেই কিন্তু আমি খেলেছি সবসময়।’
নিউজ ক্রিকেট/কেএমএএইচ