শোয়েবকে দেখে মনে হচ্ছিলো আমাকে মেরে ফেলবেঃ তামিম

নিউজ ডেস্ক »

ক্যারিয়ারের শুরু থেকেই অনেক বাঘা বাঘা বোলারদের শাসন করে আসছেন তামিম ইকবাল খান। জহির খান থেকে ব্রেট লি কিনবা স্টুয়ার্ট ব্রোড সবাইকে শাসন করেছেন ব্যাট হাতে৷ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন তামিম ইকবাল। তামিমের এই মারকুটে মনোভাবে কেউ ভীতি ছড়াতে না পারলেও একমাত্র পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আকতার পেরেছিলেন।

সম্প্রতি তামিম ইকবালের আমন্ত্রণে তামিমের লাইভে আসেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়। তারা কথা বলেন তারা সময়ের ক্রিকেটের ব্যাপারে৷ আড্ডার ফাঁকে কথা উঠেছিলো ২০০৩ সালে মুলতান টেষ্টের কথা। যে টেষ্টে বাংলাদেশ জিততে জিততে হেরে যায়৷

মুলতান টেষ্টে ছিলেন না শোয়েব আকতার। কিন্তু বাকি ২ ম্যাচে ছিলেন তিনি। নিয়েছিলেন ১০ উইকেট।

ওই সিরিজে শোয়েবের মুখোমুখি হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি তাকে মুখোমুখির অভিজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি এখনো লোককে বিশ্বাস করাতে পারিনা যে, শোয়েবের প্রথম বল আমি চোখেই দেখিনি।’

এই কথার প্রসঙ্গে তামিম ইকবাল শোয়েব আকতারকে মকাবেলার কথা জানান। তিনি বলেন, ‘আমি জীবনে অনেক ফাস্ট বোলার খেলেছি। অনেক ১৫০ কিঃমি গতির বোলারদের মুখোমুখি হয়েছি। কিন্তু শোয়েব আকতারেই প্রথম যে আমাকে মনে ভীতি সৃষ্টি করেছিল। ব্যাটিং করতে তখনি ভয় পেয়েছি। তাকে দেখে মনে হয়েছিল সে আমাকে মেরে ফেলবে। এতটা ভীতিকর ছিলো তার বোলিং।’

উল্লেখ্য, শোয়েব আকতারের সাথে তামিমের শেষ মোকাবেলা হয় ২০১০ সালে। যেখানে তামিম তার ৮টি বল মোকাবেলা করেছেন।

বাংলাদেশ সময়ঃ ২:২৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »