নিউজ ডেস্ক »
পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারকে নিয়ে যেন গর্বের শেষ নেই পাকিস্তানি মারকুটে ব্যাটসম্যান শহীদ আফ্রিদির। বরাবরই শোয়েবের গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের কাবু করার প্রশংসা করেন তিনি৷ এবার সেই তালিকায় আনলেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নাম। ভারতীয় সাবেক এই ব্যাটসম্যান শোয়েব আখতারের মুখোমুখি হলে বেশ চাপে থাকতো বলেও জানান আফ্রিদি।
গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো নতুন কিছু নয় শোয়েব আখতারের জন্য। খেলোয়াড়ি জীবনে বহু ব্যাটসম্যানই সমীহ করেছিলেন তাকে৷ তবে শচীন টেন্ডুলকার ভয় পেতো এটি হয়তো অনেকেরই কল্পনার বাইরে। শহীদ আফ্রিদির দাবী শচীন টেন্ডুলকারের শারীরিক ভাষাই র দিতো শচীন চাপে আছেন।
সাম্প্রতি শহীদ আফ্রিদি বলেন,’ মিড অফ বা কাভারে ফিল্ডিং করার সময় আপনি ব্যাটসম্যানের শারীরিক ভাষা বুঝতে পারবেন। সে যখন চাপে থাকবে তখন স্বাভাবিক খেলা খেলতে পারবেনা। আপনি তা বুঝতে পারবেন। এমন নয় শোয়েবের সব বল শচীন ভয় পেতো তবে কিছু স্পেল ছিলো যা শচীন খেলতে পারতোনা।’
এছাড়াও শোয়েব আখতারের কিছু স্পেল খেলতে যেকোন ব্যাটসম্যানেরই অস্বস্তি হতো বলে জানান আফ্রিদি। শচীন নিজে স্বীকার না করলেও সেও ভয় পেতো বলে জানান এই অলরাউন্ডার৷ আফ্রিদির ভাষায়,’ শচীন অবশ্যই নিজে বলবেনা সে ভয় পাচ্ছে। কিন্তু শোয়েবের এমন কিছু স্পেল ছিলো যেখানে শচীন কেনো, বিশ্বের যেকোনো সেরা ব্যাটসম্যানউ কেঁপে উঠবে।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ