শেষ ওয়ানডেতে বিশ্রামে তামিম-লিটন

নিউজ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও ওপেনার তামিম ইকবাল খান। বিসিবির একটি সূত্র বলছে, এই দুই ওপেনারকে ছাড়াই ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

চোট থেকে ফিরে তামিম ইকবাল গতকাল তার প্রথম ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে দারুণ থাকলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম জানান তার এখনো কিছু ব্যথা রয়েছে। শতভাগ ফিট হতে পারেননি। তাই বিশ্বকাপের আগে আরেকটা ম্যাচ খেলে ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি।

অন্যদিকে ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন লিটন দাস। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ১৬ বলে ৬ রান করে আউট হোন তিনি। আউট হয়ে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি লিটন। ড্রেসিংরুমে ঢুকার আগে নিজের ব্যাট ভেঙেছেন লিটন। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেললেও এখন পর্যন্ত ব্যাট হাসেনি লিটনের। তিনি মনে করছেন জ্বরের ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। আর এজন্যই শেষ ওয়ানডেতে বিশ্রাম চাচ্ছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে পেসার তানজিম সাকিব ইনজুরিতে পড়লে ২য় ওয়ানডেতে দলে ফেরেন হাসান মাহমুদ। শেষ ম্যাচেও তানজিম সাকিবের খেলার সম্ভবনা নেই। সেক্ষেত্রে হয়তো দলে ফিরতে পারেন তাসকিন, শরীফুলরা।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের কাছে ৮৬ রানে হেরেছে লিটন দাসের দল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »