শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ‘আন্ডার-ডগ’ শ্রীলঙ্কা। অলিখিত সেমিফাইনাল খ্যাত সুপার ফোরের এই ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কয়েক দফা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান তোলে পাকিস্তান। জবাবে শেষ ওভারের শেষ বলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা দেরিতে খেলা শুরু হওয়ার ম্যাচের দের্ঘ্য ৪৫ ওভারে নামি আনা হয়। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ফখর জামানের (৪) উইকেটের হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আব্দুল্লাহ ও অধিনায়ক বাবর আজম ৬৪ রানের জুটি গড়েন। বাবর ২৯ রান করে আউট হন।

আব্দুল্রাহ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। আব্দুল্লাহ ৫২ আর হারিস ৩ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হলে ১০৮ রানে ৪ উিইকেট হারায় পাকিস্তান। ৪ উইকেটে ১২৮ রান করার পর খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। এরপর খেলা আবার শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভার করা হয়।

নাওয়াজ ১২ রান করে আউট হলে ১৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ ঘড়ো গতির ব্যাটিং করেন। এই দুই জনের ব্যাটে পাকিস্তানের স্কোর দুইশ পার হয়। ইফতিখার ৪৭ রান করে আউট হলে ভাঙ্গে ১০৮ রানের জুটি।

অন্যদিকে রিজওয়ান ওয়ানডে ক্যারিয়ারে ১২তম ফিফটির দেখা পার। মূলত তার ঝড়ো গতির ব্যাটিংয়ে পাকিস্তান বড় সংগ্রহ পায়। ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। রিজওয়ান ৭৩ বলে ৮৬ রানে আপরাজিত থাকেন। লঙ্কান বোলার পাথিরানা ৩টি ‍উইকেট নেন।

বৃষ্টি আইনে এক রান কমিয়ে ২৫২ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে কুশল পেরেরা ব্যক্তিগত ১৭ রান করে আউট হন। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ রান যোগ করেন। নিসাঙ্কা ২৯ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। মেন্ডিস ও সামারাবিক্রমার একশ রানের জুটি শ্রীলঙ্কাকে জয়ের পথে রাখে।

মেন্ডিস ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেন। সামারাবিক্রমা ৪৮ রান করে আউট হলে ভাঙ্গে ১০০ রানের তৃতীয় উইকেট জুটি। আসালঙ্কাকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে ৩৩ রান যোগ করেন মেন্ডিস। ৯১ রান করে মেন্ডিস আউট হলে অল্পের জন্য সেঞ্চুনি মিস করেন তিনি।

ততোক্ষণে জয়ের পাল্লা ঝুঁকে যায় শ্রীলঙ্কার দিকে। তবে দলীয় ২৪৩ রানের মাথায় দাসুন শানাকার বিদায়ে বিপদ বাড়ে শ্রীলঙ্কার। ৪১তম ওভারে ধানাঞ্জায়া ডি সিলভা ও দুনিথ ওয়েল্লালাগেকে পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন শাহীন আফ্রিদি। এই ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে রোমাঞ্চটা নিয়ে যান শেষ ওভারে।

শেষ ওভারে জামান খান প্রথম তিন বলে ১ রান দিয়ে চতুর্থ বলে প্রামুদকে ফেরান রান আউট করে। তবে পঞ্চম বলে চার মারেন আসালাঙ্কা। শেষ বলে ২ রান নিয়ে ম্যাচটা নিজেদের করে নেন আসালঙ্কা। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ইফতিখার, ২টি নেন শাহীন আফ্রিদি ও ১ উইকেট নেন শাদাব।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »