নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আজ (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই দুই দলের জন্যই ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। টাইগার লক্ষ্য ভারতকে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শেষ করা। কলম্বোয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর ক্রিকেটার তিন দিনে ছুটি দেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর এই বিশ্রামের মাঝেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। সুপার ফোরে শেষ নিয়মরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
মাঠের নামারে আগে মানসিকভাবে বিপর্যস্ত পুরো টাইগার শিবির। এশিয়া কাপে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। মাঠের পারফরম্যান্সের অবস্থাও করুণ। বিশ্বকাপের আগে এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টও চিন্তিত। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলে টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
পারিবারিক কারণে এই ম্যাচে খেলবে না উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তাইতো একাদশে পরিবর্তন আসবে। মুশফিরে অনপস্থিতিতে ব্যাটিং লাইন আপের লোয়ার মিডল অর্ডারে চাপটা আরও বাড়বে। সাকিব-লিটন-নাঈদের অফ ফর্ম টাইগারদের চিন্তার প্রধান কারণ। কোচ হাথুরুসিংহে সবার সঙ্গে আলা করে কথা বলেছেন সবার সঙ্গে। ভারতের বিপক্ষে তাদের জ্বলে ওঠা জরুরী
অন্যদিকে ব্যাটারদের ব্যর্থতার মাঝে বোলার অবশ্য তাদের সেরা দিয়ে চেষ্টা করছে ভালো কিছুর করা। পুরো এশিয়া কাপ জুড়েই যেটা দেখা গেছে। এই দিক দিয়ে চিন্তামুক্ত টিম ম্যানেজন্টে। ব্যাটাররা ভালো এশিয়া কাপে টাইগারদের পারফরম্যান্সটা অন্যরকম হতে পারতো। ভারতকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে মাঠে নামবে বাংলাদেশ।
আরএ/নিউজক্রিকেট২৪