নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশালের আয়োজনে, প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩–২৪। এ উপলক্ষে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় স্থানীয় শহীদ আব্দুর রব সেরিয়াবাদ স্টেডিয়ামের সভা কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ বছর টুর্নামেন্ট যেন আরো জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য এক পরামর্শ মূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলার বিশিষ্ট ক্রিয়া সংগঠক জনাব আমিনুল ইসলাম মাসুম, জেলা ক্রিকেট কোচ ইব্রাহিম কামাল, আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, শেখ মোস্তফা আজিম হালিম, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান কোচ এজাজ আল মাহমুদ সুজন, ব্যাপ্টিস্ট মিশন বালক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক জনাব ফাইজুল ইসলাম মিলন, আসমত আলী খান একে ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক, জনাব আরিফুর রহমান সাজ্জাদ, মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক, জনাব মোঃ স্বপন সহ অন্যান্য শিক্ষকগণ।
উল্লেখ্য যে, এবছর বরিশাল জেলার মোট আটটি বিদ্যালয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বিদ্যালয়গুলো হচ্ছে, গ্রুপে এ তে, জিলা স্কুল, মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়, চোহুতপুর সেকেন্ডারি স্কুল,, চরবাড়িয়া সেকেন্ডারি স্কুলএবং গ্রুপ বি তে রয়েছে, মথুরানাত পাবলিক স্কুল,বি এম স্কুল, ব্যাপ্টিস্ট মিশন বালক বিদ্যালয় এবং আসমত আলী খান একে ইনস্টিটিউশন।
আগামী ১৮ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বরিশাল জেলা স্কুল, মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় মোকাবেলা করবে এবং আগামী ৩ মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজক্রিকেট২৪