শুভ জন্মদিন শামসুর রহমান শুভ

নিলয় আমিন »

শামসুর রহমান শুভ বাংলাদেশ ক্রিকেটের নিভে যাওয়া এক প্রদীপের নাম। তিনি ১৯৮৮ সালের ৫ জুন কুমিল্লায় জন্মগ্রহন করেন। আজকের দিনে ৩২ বছর জন্মদিনে পা রেখেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে যে কজন খেলোয়াড় প্রবল মেধা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন তাদের মধ্যে শামসুর রহমান শুভ অন্যতম।

বাংলাদেশের জার্সিতে ৬ টি টেস্ট ম্যাচ খেলেছেন শুভ। আর ৬ টেস্টে ২৫.৪১ গড়ে ৩০৫ রান করেছেন। শতক আছে ১টি। একদিনের ক্রিকেট বা ওডিআই ফরম্যাটে ১০ ম্যাচ খেলে ২৬.৬০ গড়ে ২৬৬ রান করেছেন যেখানে অর্ধশতক রয়েছে ২টি।

টি-২০ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৯ টি। ৯ ম্যাচ খেলে ১০.৭৫ গড়ে করছেন ৮৬ রান। তবে জাতীয় দলের ওপেনার হিসেবে অভিষেক হলেও তিনি অফ স্পিনেও বেশ পারদর্শী।

শামসুর রহমান শুভ ঘরোয়া ক্রিকেটের এর একজন পরিচিত মুখ। লিস্ট এ ক্যারিয়ারে ১৪৪ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৪৩৩৪ রান আছে শুভ’র। শতক ৪ টি, অর্ধশতক ৩০ টি। সর্বোচ্চ রান ১৪৪*। আর ১২৬ প্রথম শ্রেণীর ম্যাচে ৩৭.৫৬ গড়ে ৭৮৮৯ রান করেন। শতক ২০টি। অর্ধশতক ৩৮ টি।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভ খেলছেন খুলনা ও কুমিল্লার হয়ে। শ্রীলংকা দলের বিপক্ষে ২০১৪ সালে ঢাকায় টেস্টে এক অনবদ্য শতক করে ইমরুল কায়েসকে সাথে নিয়ে বাংলাদেশ টিমকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন। পরবর্তীতে হতাশাজনক পারফরম্যান্স এর কারণে দল থেকে বাদ পড়েন।

জন্মদিনে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের পক্ষ থেকে তার জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »