নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত যে উজ্জ্বল নক্ষত্র গুলোর জন্ম হয়েছে সেই উজ্জ্বল নক্ষত্র গুলোর মধ্যে অন্যতম জ্বলজ্বল করে জ্বলতে থাকা নক্ষত্রটির একজন মুশফিকুর রহিম মিতু।১৯৮৭ সালের আজকের এইদিনে বগুড়া জেলায় মা-বাবার কোল আলোকিত করে এই মহা তারকার জন্ম।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই নক্ষত্রের আগমন। মুলত উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নেন মুশফিক। এর পরের বছর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয় মুশফিকের।
অভিষেকের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশ ক্রিকেটকে বিরতিহীন ভাবে সেবা দিয়ে আসছেন তিনি। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক নিজের ধারাবাহিক পারফরম্যান্স দ্বারা হয়ে উঠেছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।
মুশফিকের পারফরম্যান্সের উপর এতাটাই ভরসা করা হয় যে, মুশফিকের নামের পাশে সম্মানের সাথে জুড়ে দেওয়া হয়েছে মিস্টার ডিফেন্ডেব্যাল নামক টাইটেল।
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে ৪০০৬ রান, ওয়ানডে ক্রিকেটে ৫৪২৪ রান ও টি-টোয়েন্টি ক্রিকেটে রান তুলেছেন ১১৩৮।
উইকেটের পিছনে গ্লাভস হাতে আরো বেশি ভয়ঙ্কর মুশফিক।এখন পর্যন্ত একজন উইকেট কিপার হিসেবে সব ফরম্যাটে সর্বাধিক ডিসমিসাল ও স্টাম্পিং এর রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তিনি।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম এক ভরসা হয়ে আবারো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে মুশফিকুর রহিমকে।
জন্মদিনে মুশফিকুর রহিমকে জানাই মনের অন্তঃস্থল হতে একরাশ ভালবাসা। আসন্ন বিশ্বকাপের জন্য অনেক অনেক শুভকামনা রইলো মিস্টার ডিফেন্ডেব্যালের জন্য।