শুভ জন্মদিন নিপাট ভদ্রলোক ফাফ ডু প্লেসিস

কামরুল হাসান রাকিশ »

বিশ্বে নম্র ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে ক্রিকেট, সেই ক্রিকেটকে ভদ্রতার দরবারে ধাবিত করেছেন যতজন ক্রিকেটার তাঁর মধ্যে অন্যতম ভদ্র একজন মানুষ হচ্ছেন ডু প্লেসিস। ক্রিকেটকে নিজের অতীমানবীয়তার সাফল্য থেকে সাফল্যমন্ডিত করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন সময়ের সেরা এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত।

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাকে প্রথম অধিনায়কত্ব প্রদানের কথা ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পরবর্তীতে টি- টয়েন্টি আন্তর্জাতিকে প্লেসিসকে আফ্রিকার পূর্ণাঙ্গ অধিনায়করূপে মনোনয়ন দেয়া হয়। দক্ষিণ আফ্রিকান এই ভদ্র মানব জন্ম ১৩ জুলাই ১৯৮৪ প্রিটোরিয়া, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকায়।

তিনি আফ্রিকান্স হোয়ের সিয়ানস্কুল বা বালকদের জন্যে আফ্রিকানস হাইস্কুল যেটি আফিস নামে পরিচিত, প্রিটোরিয়ার অত্যন্ত জনপ্রিয় সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করেন। এবি ডি ভিলিয়ার্স, জ্যাকুয়েস রুডল্ফ এবং হিনো কান তার সহপাঠী ছিল যারা পরবর্তীতে টাইটান্স ও দক্ষিণ আফ্রিকার পক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছে। এছাড়াও, প্লেসিস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লীগে নর্দান্স ক্রিকেট টিম দলের পক্ষ হয়ে খেলছেন। বর্তমানে টাইটান্স দলেরও সদস্য তিনি। এছাড়াও, ল্যাঙ্কাশায়ার, চেন্নাই সুপার কিংস এবং মেলবোর্ন রেনেগেদেস দলেও খেলছেন।

চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে তিনি অভিষেকে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। ঘরোয়াতে প্রথম ক্রিকেটে অভিষেক হয় ২০০৪ সালে লীগ ক্লাব নর্দান্সের হয়ে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজের খ্যাতি ছড়িয়েছেন তিনি। টাইটান্স, ল্যাঙ্কাশায়ার, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগগ, ক্যারিবিয়ান লীগ, বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডস এর হয়ে নিজের ক্রিকেট শৈলী দেখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ২০১২ সালের ২২ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের ৩১৪ নম্বর খেলেয়াড় হিসেবে নাম লেখান তিনি। সেই থেকে শুরু একের পর এক সাফল্য দিয়ে নিজেকে বিশ্ব ক্রিকেটে এক অতী মানবীয় ব্যক্তি হিসেবে পরিচিত করান তিনি।

আজকে ১৩ জুলাই এই আফ্রিকানের জন্মদিন।

শুভ জন্মদিন ফ্রাঙ্কোইজ দু প্লেসিস- ফাফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »