শুধু ফুটবল নয়, ক্রিকেটেও বর্ণবৈষম্য রয়েছেঃ ক্রিস গেইল

নিউজ ডেস্ক »

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে আফ্রিকান বংশদ্ভূত আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তির মৃত্যু হলে সমগ্র যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাকস লাইভস মেটার’ শিরোনামে তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। এই পটভূমিতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ক্রিকেটে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের এই কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন, ক্রিকেটেও বর্ণবাদের বিপত্তি রয়েছে। তিনি নিজেই তার দলে এবং বিশ্বজুড়ে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে জানান।

কালো লোকদের বোকা না ভাবার অনুরোধ জানিয়ে গেইল বলেন, ‘কৃষ্ণাঙ্গদের জীবন অন্যান্য জীবনের মতই গুরুত্বপূর্ণ। কৃষ্ণাঙ্গরা গুরুত্বপূর্ণ! সকল বর্ণবাদী লোকদের ঘৃণা করি। কালো মানুষদের বোকা ভাববেন না। এমনকি অনেক কৃষ্ণাঙ্গরাও নিজেদেরকে নিচু ভাবা বন্ধ করুন।’

‘আমি বিশ্ব ভ্রমণ করেছি এবং আমারও বর্ণবাদী বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে কারণ আমি কালো এবং এই তালিকা দিন দিন বেড়েই চলছে। বর্ণবৈষম্য শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও রয়েছে। এমনকি কালো মানুষ হিসেবে আমার দলেও আমি এই বৈষম্যের শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গ মানেই শক্তিশালী, কৃষ্ণাঙ্গ এবং গর্বিত।’

বাংলাদেশ সময়ঃ ১০:৪৫ এএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »