নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত লম্বা এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্বে ছিলেন সামছুল ইসলাম বাবু। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি সাব কমিটির দায়িত্বও পালন করেছেন এই ক্রীড়া সংগঠক।
নিজের এলাকায় নিজের হাতে গড়ে তুলেছিলেন ক্লাব। তার মহল্লার ক্লাব গোপীবাগ ফ্রেন্ডসের ক্রিকেট নিয়েই ছিল তার জীবনের ধ্যান জ্ঞান। নিজের জীবনের পুরোটা সময়ই দিয়েছেন এই ক্লাবকে। তার একক প্রচেষ্টায় ক্লাবটি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ও খেলেছে একসময়ে।
তার নিজের দুই ভাইকে ক্রিকেটার হিসেবে তৈরি করেছেন বাবু। সামছুল ইসলাম বাবুর ক্লাবে খেলেছেন বিখ্যাত পপ সম্রাট আজম খান।
টেস্টে বাংলাদেশের দুই দশক পূর্তির দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সামছুল ইসলাম বাবু। তার স্মরণে পরিবার এবং তার সংগঠন গড়ে তুলেছে বাবু ফাউন্ডেশন। এই বাবু ফাউন্ডেশন গত রবিবার রাতে রাজধানীর বেশ কিছু স্পটে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে। মরহুম বাবু’র মাতা নাজমা ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের গায়ে তুলে দিয়েছেন কম্বল।
এই ফাউন্ডেশন পথশিশুদের শিক্ষা উপকরনও শিক্ষা সহায়তা এবং দুঃস্থ ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা করবে বলেও জানিয়েছে ফাউন্ডেশনের সদস্য ও ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল।