শিরোপা জিতলো নেক্সাস ক্রিকেটার্স!

সাফায়েত ফুয়াদ »

ক্রিকেট যে গভীর অধ্যাবসায় পরিশ্রম এবং মনোবলের খেলা নেক্সাস তা পীরের বাজার টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে প্রমাণ করেছে। এই যাত্রা রাজন-বাসিমের হাত ধরে শুরু হয়েছিল তবে এই শিরোপাটা এসেছে নোমানের নেতৃত্বে।

টুর্নামেন্টের শুরু থেকে নেক্সাস তার আধিপত্য বিস্তার করে আসছিল। ফাইনালে নেক্সাস দুরন্ত রাইডার্স পীরের চকের মুখোমুখি হয়। নেক্সাস অধিনায়ক নোমান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তের পূর্ণ মর্যদা রক্ষা করেছেন তার সতীর্থরা। ওপেনিং এ বাসিম-মাইদুল, মিডলে তাহমিদ-নাহিদ, শেষে রাহাদ-ফাহিমরা মাঠে প্রতিপক্ষ বোলারদের ওপর চার-ছক্কার উৎসব করছিলেন।

রাহাদের টর্নেডো ইনিংসের ওপর ভর করে নেক্সাস ১৩১ রানের বিরাট পুঁজি পায়।বোলিংয়ের পর ব্যাটিংয়ে হতাশার পরিচয় দিয়েছে দুরন্ত রাইডার্স। নেক্সাসের বোলাররা বোলিংয়ে গভীর পরিশ্রম ও সাধনার প্রমাণ দিয়েছেন। রাহাদ, তুহিন, কাপ্তান নোমান ও নাহিদের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় পীরের চকের টিমটি। তারই সাথে স্বপ্নের ফাইনালের স্বাদ উপভোগ করে নেক্সাস ক্রিকেটার্স।

মাঠে খেলেছেন ১১ জন তবে তাদেরই আরেক সতীর্থ ফুয়াদ মাঠের বাইরে থেকে টিমকে করেছেন চাঙ্গা। সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন রাহাদ। তার অলরাউন্ডিং পারফরম্যান্সে শিরোপা ঘরে তুলেছে নেক্সাস। ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যয় নেক্সাসের। ম্যাচ শেষে নোমান বলেছেন, “আমাদের এই জয় ভবিষ্যৎতে আরো ভালো খেলার প্রেরণা যোগাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »