শান্ত-মিরাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের বাচা মরার লড়াই আফগানিস্তানকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারতি ৫০ ওভারে ৫ উইকটে ৩৩৪ রান করে টাইগাররা।

এই ম্যাচ ওয়ানডেতে অভিষেক হয় শামীম হোসেন পাটোয়ারীর। ডু অর ডাই ম্যাচ। তাইতো শুরু থেকেই বেশ আগ্রাসি ব্যাটিংয়ে ছিলো দুই ওপেনার নাইম শেখ ও মেহেদী মিরাজ। তানজিদ হাসান তামিম একাদশ থেকে বাদ পড়ায় ওপেন করতে নামেন মিরাজ। দলীয় ৬০ রানে হয় ছন্দপতন। ব্যাক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন নাইম।

প্রথবারে মতো তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ তাওহীদ হৃদয়্। শূন্য রানেই ড্রেসিংরুমে পা বাড়ান তিনি। এরপর নাজমুল শান্ত আর মিরাজের উইলোতে বড় সংগ্রহের দিকেই যায় টাইগাররা। আফগান বোলারদের রীতিমতো শাসন করতে থানে মিরাজ আর শান্ত। দারুণ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। বাংলাদেশ ততোক্ষনে পেয়ে গেছে বড় সংগ্রহের ভিত। দলে স্কোর আড়াইশ ছাড়িয়েছে। মিরাজকে অবশ্য এরপর মাঠ ছাড়তে হয়। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ব্যক্তিগত ১১২ রান করে আঙ্গুলে ব্যথা পান তিনি।

অন্যদিকে শান্ত দারুণ ব্যাটিং করেন। মিরাজের মতো শান্তও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন। শান্ত ১০৪ রান করে রান নিতে গিয়ে পা পিছলে পড়ে রান আউট হয়ে ফিরে যান। এরপর মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানের ঝড়ো গতির ব্যাটিংয়ে দলের স্কোর তিনশ ছাড়ায়। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৩৪ রানে সংগ্রহ পায় বাংলাদেশ। মুশফিক১৫ বলে ২৫ ও সাকিব অপরাজিত ১৮ বলে ৩২ রান করেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »