নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এইতো দিন কয়েক আগেও শান্তকে নিয়ে ছিলো কতশত ট্রলের ছড়াছড়ি। সোশ্যাল মিডিয়ায় দেশের মানুষের বড় একটা অংশ যাদের দিনের শুরু এবং শেষটা হতো নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল করে। কিন্তু তাতে কি ই বা আসে যায়? নাজমুল শান্ত সেই শুরু থেকেই যেমন নিজেকে এসবের বাইরে রেখেছেন তেমনি এখন প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া এক একটা ট্রলের জবাব দিচ্ছেন ব্যাট হাতে। খারাপ সময়টা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেটে এক নতুন শান্তের আর্বিভাব ঘটেছে। যে শান্ত লড়তে জানে, যে শান্ত দেশকে জিতাতে পারে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন এবার শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন। তারঁ মতে নাজমুল হোসেন শান্ত হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যত তারকা ক্রিকেটার। শান্ত’র বদলে যাওয়ার শুরুটা হয়েছিলো গত বছরের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮০ রান ছিলো তার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে শান্ত জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সিলেট স্ট্রাইকার্সের হয়ে যেন একটি মিশনে নেমেছিলেন শান্ত, প্রতিনিয়ত চেষ্টা করেছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের সিরিজ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের সাগরিকায় মাত্র ৩০ বলে ৫১ রানের ইনিংসের পর গতকাল মিরপুরে দলের প্রয়োজনে খেলেছেন আরো একটি দুর্দান্ত ইনিংস। উইকেটের এক প্রান্তে যাওয়া আসার মিছিল চলছেও শান্ত ম্যাচটা শেষ করেই ড্রেসিংরুমে ফিরেছেন।
সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন বলেন, ‘ফেয়ার প্লে টু বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে, এটি অবশ্যই বড় অর্জন। বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে এবং এটি ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বাংলাদেশের জন্যও এটি একটি ইতিহাস হয়ে থাকবে। শান্ত বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে চলেছে। শান্ত’র মত আরো বেশ কিছু ক্রিকেটার বাংলাদেশকে খুঁজে বের করতে হবে।’