নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন শাদাব খান। আর ফিরেই ব্যটে-বলে বাজিমাৎ করে দেখিয়েছেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পর এই অলরাউন্ডারকে ‘বুদ্ধা’ উপাধি দিয়েছেন বাবর আজম।
সিরিজের শেষ ওয়ায়নডেতে গতকাল টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তোলে পাকিস্তান। যেখানে বড় অবদান রেখেছেন শাদাব। চারটি চার ও তিনটি ছক্কায় ৭৮ বলে ৮৬ রান করেন তিনি। এরপর বল হাতেও ৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে শাদাব বলেন,”বাবর আমাকে ‘বুদ্ধা’ বলে ডাকার পরে আমি প্রচুর অনুপ্রেরণা পেয়েছি। চোট পাওয়ার পর ঠিক মতো ফিল্ডিং করা কঠিন, তাই আমাকে বুদ্ধা বলে সম্বোধন করেছে।”
চোট থেকে ফিরে ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সবারই বেশ কিছু দিন সময় লাগে। তবে শাদাব তার ফেরার সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তার জন্য অবশ্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
শাদাব বলেন,”আমি ন্যাশনাল হাই-পারফরমেন্স সেন্টারে আরও বেশি ওভার বোলিং করার জন্য কঠোর পরিশ্রম করেছি কারণ চোট পাওয়ার পরে প্রথমদিকে বোলিং করা কঠিন ছিল। আশা করি, আমি কঠোর পরিশ্রম করে যাব এবং উন্নতিকরার চেষ্টা করব।”