নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান।অস্ট্রেলিয়ার ৩৬৮ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাবর- রিজওয়ানদের ইনিংস থেমেছে ৩০৫ রানে।
দলের হারের দিন বল হাতে উজ্জ্বল ছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ৫৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তার ব্রেক থ্রুতে চারশ’ ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া অজিরা থেমেছে সাড়ে তিনশ’র পরে।
পাঁচ উইকেট নিয়ে শাহিন শাহ আফ্রিদি তার শ্বশুর শহীদ আফ্রিদির পাশে বসেছেন। বিশ্বকাপে দু’বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন শাহিন আফ্রিদি। এর আগে পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দু’বার পাঁচ উইকেট নিয়েছেন লেগ স্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদি।