শতাব্দীর ২য় সেরা ক্রিকেটার সাকিব

নিউজ ডেস্ক »

সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সাকিব আল হাসানের নাম ছড়িয়ে আছে। কোথাও বাংলাদেশকে না জানলেও সাকিব আল হাসানের নাম জানেন। দশকের সেরাদের তালিকায় ছিলেন উপরের দিকেই। তবে সাম্প্রতি উইজডেনের প্রকাশিত শতাব্দীর সেরা ক্রিকেটারের তালিকাতেও জ্বলজ্বল করছে সাকিব আল হাসানের নাম।

“উইজডেন ক্রিকেট মান্থলি” নামক মাসিক সাময়িকী এবং ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক ক্রিকভিজের সাথে যৌথ ভাবে নির্বাচিত করা হয় এই সেরাদের। যাদের নাম দিয়েছেন মোস্ট ভ্যালুয়াবেল প্লেয়ার বা এমভিপি। টেস্ট ক্রিকেটে শতাব্দীর সেরা ৬ষ্ঠ খেলোয়াড় হলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে অবাক করা বিষয় হলো শতাব্দীর সেরা টি২০ ক্রিকেটারের সেরা ২০ জনের তালিকাতেও নেই এই বিশ্বসেরা অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের উপরে আছেন লংকান স্পিনার মুত্তিয়া মুরালিধর ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শন পোলক। এছাড়াও সাকিব আল হাসান ব্যাতিত সেরা ১০ টেস্ট ক্রিকেটারের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন, অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স এবং লেগস্পিনার শেন ওয়ার্ন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ দ্বিতীয় স্থানেই আছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়াও এই তালিকায় আছেন যথাক্রমে গ্লেন ম্যাকগ্রা, এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামস, ভিরাট কোহলি, শন পলক, হাশিম আমলা, নাথান ব্র্যাকেন এবং জ্যাক ক্যালিস।

টি২০ ক্রিকেটের সাকিব আল হাসানের যায়গা হয়নি। এই শতাব্দীর সেরা টি২০ ক্রিকেটারের তালিকায় সবার উপরে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। এছাড়া ২য় এবং ৩য় অবস্থানে আছেন যশপ্রীত বুমরাহ এবং ডেভিড ওয়ার্নার। এ সেরা দশ তালিকার অন্যরা হলেন সুনীল নারইন, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, এভিন লুইস, লাসিথ মালিঙ্গা, ওহাব রিয়াজ এবং কুইন্টন ডি কক।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »