নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাএ টেস্ট। টেষ্টে জিম্বাবুয়ের করা ১ম ইনিংসে ২৬৫ রানে জবাবে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে ব্যাট করছে।
তৃতীয় দিনের প্রথম সেশনে অধিনায়ক মুমিনুল পেল শতকের দেখা। এটি তার নবম শতক আর অধিনায়ক হয়ে প্রথম শতক।
আগের দিনের করা ৭৯* রানে অপরাজিত থেকে তৃতীয় দিনে এসে শতকের দেখা পান মিমি। ক্রিজে আছেন মুশফিকও।তিনিও পেয়েছেন অর্ধশতকের দেখা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভারে – ২৯৪/৩ ( মিমি ১০২* আর মুশি ৬১* )