fbpx

শচীনপুত্রকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

ডেস্ক রিপোর্ট »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বাবার পরিচয়ের পর এবার নিজের নাম তারকাখ্যাতি পাওয়ার অপেক্ষায় অর্জুন টেন্ডুলকার। চলতি মৌসুমেই ভারতের ঘরোয়া ক্রিকেটে সিনিয়র দলে ডাক পাওয়া অর্জুন সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। তাকে দলভুক্ত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

শচীন টেন্ডুলকারের মত ব্যাটসম্যান নয়, অর্জুন মূলত একজন বাঁহাতি পেসার। সেই অর্জুনকে আইপিএলের গত আসরে দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের সাথে। নেট বোলার হিসেবে দলটির সাথে থাকার অভিজ্ঞতা আছে তাঁর। এবার থাকবেন খেলোয়াড় হিসেবে ২২ গজে।

নিলামে সর্বশেষ ক্রিকেটার হিসেবে অর্জুনকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ছাড়া আর কেউ অবশ্য তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। ফলে ভিত্তিমূল্যের ২০ লাখ রুপি দামেই তিনি খেলবেন আইপিএলে।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »