শচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিনে রোববার ২৫ হাজার রান পূর্ণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। এতে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করতে ৫৭৭ টি ইনিংস খেলেছিলেন শচিন টেন্ডুলকার। ৫৪৯ টি ইনিংসেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বিরাট। শচিনের চেয়ে ২৮ টি ইনিংস কম খেলেই সেই নজির গড়লেন তিনি।

এছাড়াও ৫৮৮ ইনিংসে ২৫ হাজার ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৫৯৪ ইনিংসে জ্যাক ক্যালিস, ৬০৮ ইনিংসে কুমার সাঙ্গাকারা ও ৭০১ ইনিংসে মাহেলা জয়াবর্ধনে ২৫ হাজার পূর্ণ করেছেন।

২৫ হাজার থেকে ৫২ রান দূরে এই টেস্ট শুরু করেন কোহলি। প্রথম ইনিংসে তিনি আউট হন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ১১৫ রান তাড়ায় ভারত ৩৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে ২০ রান করে আউট হন বিরাট। তবে এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »