দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের নবম ম্যাচে ব্রাদার্স ইউনিয়কে ১০ রানে হারিয়েছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমানি আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১৯০ রানে অলআউট হয় ইমরুল কায়েসের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিবের ব্যাট থেকে আসে ৩৭ রান।
তারকায় ঠাসা মোহামেডান শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দলীয় ৪১ রানে ৩ উইকেট হারালে ক্রিজে আসেন সাকিব। কিন্তু সাকিব মিরাজের পার্টনারশিপটা খুব বেশি দূর এগোয় নি। দুজনের ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। মিরাজের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব ও রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে রিয়াদ খেলতে থাকলেও ইনিংস বড় করতে পারেন নি সাকিব। ৩ চারে ৪৮ বল থেকে ৩৭ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পরে দ্রুত আরো দুই উইকেট হারালে বিপর্যয়ে পড়ে মোহামেডান। ১৩০ রানে ৭ উইকেট হারানো মোহামেডানকে ১৯০ রান পর্যন্ত টেনে নিয়ে যান রিয়াদ। ২ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে আউট হন তিনি।
১৯১ রানের মামুলি টার্গেটে শুরুটা ভালো হয়েছিলো ব্রাদার্সের। স্কোরবোর্ডে প্রথম ১০০ রান তুলতে ব্রাদার্স হারায় মাত্র ২ উইকেট। কিন্তু এর পরেই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। ইংলিশ অলরাউন্ডার জ্যাক লিনটটের ট্রিপল উইকেট মেডেনে মোহামেডানের জয়টা কেবল সময়ের ব্যাপার ছিলো। শেষের দিকে গাফফার ও মিনহাজুল শেষ চেষ্টা করলেও হার এড়াতে পারেননি। লিনটট ৩৫ রান খরচায় ৫ উইকেট নেন। ৩০ রান দিয়ে সাকিবের শিকার ২ উইকেট।